Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে পানিসম্পদমন্ত্রী বন্যাদুর্গতদের সহযোগিতায় সরকার সক্ষম

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর ও বাসিয়া নদী পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, সারা দেশে বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। বন্যাকবলিতদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই, সরকার আপনাদের পাশে আছে। বন্যা দুর্গত ৩ লাখ পরিবারকে সহযোগিতা করতে বর্তমান সরকার সক্ষম। কারণ বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পন্ন। বিশ্বনাথের বাসিয়া নদী পরিদর্শনকালে খনন কাজের ধীর গতি দেখে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক সার্ভে অনুযায়ী নদী খনন কাজ সঠিকভাবে সম্পন্ন করা হবে। গত কাল শনিবার বিকেলে চালধনী হাওরপাড়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম (বীরপ্রতিক) এমপি, স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
স্থানীয় জাপা নেতা শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, জাপা নেতা জয়নাল আবেদীন ও আ’লীগ নেতা আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহা-পরিচালক মমতাজ উদ্দিন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, অ্যাসিল্যান্ড আব্দুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বনাথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ