Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আন্তঃ বিভাগীয় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৫ এএম


সিলেটের বিশ্বনাথে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদসকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হল- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ আলীর পুত্র মাসুক মিয়া (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সিকারপুর গ্রামে আবদুন নূরের পুত্র আমিনুল ইসলাম ওরফে জবরুল (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত মাসুক ও জবরুল চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও গ্রামের ইয়াসিন আলীর বাড়িতে হওয়া ডাকাতির সাথে জড়িত ছিল এবং স্বীকারোক্তি দিয়েছে। এছাড়াও সিলেট বিভাগের আরোও কয়েকটি স্থানে সংঘঠিত ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বনাথে আন্তঃ বিভাগীয় ডাকাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ