Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নুনু মিয়া

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৫ এএম

সিলেটের বিশ্বনাথে দুর্যোগ বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ‘উপজেলা পরিষদ জামে মসজিদের সামন হতে উত্তর দিকে বারী ভিলা পর্যন্ত’ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া হবে। কোন মানুষই সরকারের উন্নয়নমূল কর্মকান্ড থেকে বঞ্চিত থাকবেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষিত ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতার প্রয়োজন।

প্রকল্প কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ, আবদুস ছালাম, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা জাবেদ আহমদ, সায়েদ আহমদ, মুহিবুর রহমান সুইট, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন প্রমুখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বনাথে সড়ক উন্নয়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ