Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে ফেরদৌস-বাঁধন

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বেশ কয়েকটি অনুষ্ঠানে মঞ্চে ফেরদৌস ও বাঁধন পারফরম করলেও বিজ্ঞাপনে বা চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেননি তারা। এবারই প্রথম ফেরদৌস ও বাঁধন একসঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। হাসান মোরশেদের নির্দেশনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি রাজধানীর কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী বাঁধন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘বিজ্ঞাপনটিতে আমাদের প্রাত্যহিক জীবনের গল্প বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলবো মনের মতো একটি বিজ্ঞাপনে কাজ করেছি। বাঁধনের সঙ্গে স্টেজে পারফরম করেছি বেশ কয়েকবার। এবারই প্রথম আমরা দু’জন পর্দার জন্য কাজ করেছি। বেশ ভালো করেছে বাঁধন। আমি বিজ্ঞাপনটি নিয়ে খুবই আশাবাদী।’ মডেল ও অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমার মিডিয়া ক্যারিয়ারের শুরু থেকেই ফেরদৌস ভাইয়ার সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত। যে কারণে তারসঙ্গে একটি সুসম্পর্ক বিদ্যমান। বেশ কয়েকবার যেমন মঞ্চে পারফরম করেছি, আবার তার প্রোডাকশনেও আমি কাজ করেছি। মনে মনে ইচ্ছে ছিল যদি কখনো তার সঙ্গে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসে তাহলে অবশ্যই তাতে অভিনয় করবো। চলচ্চিত্রে আপাতত কাজ না করা হোক, বিজ্ঞাপনেতো তার সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। সেটাও কোন অংশে কম নয়। ফেরদৌস ভাই অনেক আন্তরিক এবং খুব সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তারসঙ্গে গল্প নির্ভর এই বিজ্ঞাপনটিতে কাজ করে অনেক ভালো লেগেছে।’ ফেরদৌস এবং বাঁধন জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারে আসবে। উল্লেখ্য, বিজ্ঞাপনে ফেরদৌসকে প্রথম দেখা যায় আফজাল হোসেনের নির্দেশনায় তারিনের সঙ্গে একটি বিজ্ঞাপনে। অন্যদিকে বাঁধনকে দেখা যায় গাজী শুভ্রর নির্দেশনায় একটি সেলফোন কোম্পানীর বিজ্ঞাপনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ