Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথমবার উঠছে বন্দুক নিয়ন্ত্রণ প্রস্তাব সেনেটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দ্বিদলীয় একটি গ্রুপ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য একটি বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রস্তাব করেছে। তাদের উত্থাপিত বিলের ওপর চলতি সপ্তাহে মার্কিন সেনেটে ভোটাভুটি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পরপর দু’টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ বহু মানুষ নিহত হওয়ার পর বন্দুক সহিংসতায় নিমজ্জিত মার্কিন সমাজে বন্দুক নিয়ন্ত্রণ আইনের জোরালো দাবি উঠেছে। ওই ৮০ পাতার বিলটিতে যেসব বিধানের প্রস্তাব করা হয়েছে তাতে ‘যাদের নিজেদের ও অন্যদের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়’ তাদের হাতে বন্দুক যাওয়া বন্ধ করতে পারবে অঙ্গরাজ্যগুলো, এর পাশাপাশি অবিবাহিত অন্তরঙ্গ অংশীদারদের সঙ্গে সহিংস আচরণের জন্য অভিযুক্তদের কাছেও বন্দুক বিক্রি বন্ধ করা যাবে। নিউ ইয়র্কের একটি মুদির দোকানে এবং টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে কিশোর বয়সীদের ঘটানো নির্বিচার গুলিবর্ষণের পর প্রস্তাবিত এ আইনে অঙ্গরাজ্যগুলো বন্দুক কেনার জন্য জাতীয় ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমে কিশোর বয়সের রেকর্ড সরবরাহের অনুমোদন দিতে পারবে। আইনপ্রণেতারা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সেনেট এ বিষয়ে তাদের প্রথম পদ্ধতিগত ভোট গ্রহণ করতে পারে। ওয়াশিংটনের ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিপাবলিকান দলীয় সেনেটর জন করনিন। ছবি: রয়টার্সওয়াশিংটনের ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিপাবলিকান দলীয় সেনেটর জন করনিন। ছবি: রয়টার্সএই আলোচনায় ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়া সেনেটর ক্রিস মার্ফি সেনেটে বলেছেন, “আমি বিশ্বাস করি, চলিত সপ্তাহেই প্রস্তাবিত আইনটি পাস করতে পারবো আমরা। এটি ৩০ বছরের মধ্যে কংগ্রেসের পাস করা বন্দুক সহিংসতা বিরোধী সবচেয়ে উল্লেখযোগ্য আইন হবে।” সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার সম্ভাব্য দ্রুততার সঙ্গে বিলটি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “এই দ্বিদলীয় বন্দুক নিরাপত্তা আইন জীবন বাঁচাবে। আমরা যা চাই তার সবটা না হলেও এই আইন জরুরীভাবে দরকার।” এক বিবৃতিতে এই আইনের প্রতি নিজের সমর্থন জানিয়ে সেনেটের সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককনল আইনটিকে ‘কমনসেন্স প্যাকেজ’ বলে বর্ণনা করেছেন। দুই দলের মধ্যে সমানভাবে বিভক্ত মার্কিন সেনেটে এ আইন পাস হতে অন্তত ১০ রিপাবলিকান সেনেটরের সমর্থন লাগবে। টুইটারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গান লবি ন্যাশনাল রাইফের অ্যাসোসিয়েশন বলেছে, তারা এ আইনের বিরোধী কারণ এটি আইনিভাবে বন্দুক ক্রয়ের ক্ষেত্রে বাধা তৈরি করতে ব্যবহৃত হতে পারে। রাজনৈতিকভাবে প্রভাবশালী এ গোষ্ঠীর বিবৃতি অনেক রিপাবলিকান ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য রয়টার্সের। মঙ্গলবার প্রকাশিত এই প্রস্তাবিত আইনটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও থেকে যেতে পারেন বলে তাদের কিছু সহযোগী জানিয়েছেন। আগামী ৪ জুলাই দুই সপ্তাহের জন্য ছুটিতে চলে যাবেন আইনপ্রণেতারা, তার আগেই এই বিলটি পাসের তোড়জোর চলছে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবার উঠছে বন্দুক নিয়ন্ত্রণ প্রস্তাব সেনেটে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ