প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন মডেল-অভিনেত্রী সারিকা। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ সিনেমার ‘আমি নিঃস্ব হয়ে যাব’ শ্রোতাপ্রিয় গানের মডেল হয়েছেন তিনি। সে সময় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন চন্দন সিনহা। গানটির গীতিকার কবির বকুল এবং সুর-সঙ্গীতে কৌশিক হোসেন তাপস। নতুন করে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি এফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। মূল গানটির সবকিছু ঠিক রেখে নতুন আঙ্গিকে করা হয়েছে। ইমরান বলেন, ‘মূল গানটি সিনেমায় বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।’ ইমরানের গাওয়া নিয়ে চন্দন সিনহা বলেন, ‘ইমরানের নাকি গানটি খুব পছন্দ। তার মতো করে গানটির একটি ভার্সন করতে চেয়েছিলেন। আমি অনুমতি দিয়েছি। তাছাড়া গানটিও নতুন করে টিকে থাকবে।’ মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজে একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তাছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’ ইমরান জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।