Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম নাটকের গান গাইলেন বেলাল খান

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সঙ্গীত শিল্পী শাহরিয়ার বাঁধনের সুরে প্রথম নাটকের গানে কণ্ঠ দিলেন সংগীতের জনপ্রিয় মুখ বেলাল খান। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। সম্প্রতি গানটির রেকডিং স¤পন্ন হয়েছে। আগামী ঈদের জন্য নির্মিত জিয়াউদ্দিন আলমের পরিচালনায় জুয়েল মাহমুদ এর রচনায় নিখোঁজ শিরোনামে এক ঘণ্টার নাটকে গানটি ব্যাবহার হবে বলে জানান বেলাল খান। বেলাল খান এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও এই প্রথম নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। গানটি আগামী ঈদে জিপি মিউজিকে এক্সক্লুসিভ প্রকাশিত হবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। বেলাল খান বলেন, অসাধারণ হয়েছে গানটি। শাহরিয়ার বাঁধন ভালো গান করে কিন্তু এতো ভালো সুর করে জানা ছিল না। অসাধারণ সুর করেছে সে। গানটি শ্রোতাদের ভাল লাগবে আমার বিশ্বাস। বাঁধন বলেন, বেলাল ভাইয়ের গানের ফ্যান আমি। তার জন্য গান করতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার। তিনি আমার সুরের খুব প্রশংসা করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের ভাল লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ