প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : পরিচালকদের অবমাননা করে শাকিবের মন্তব্যে ক্ষুব্ধ পুরো চলচ্চিত্র পরিচালক সমিতি। কেউ কেউ শাকিবকে উদ্দেশ্য করে বক্তব্যও দিচ্ছেন। এবার শাকিবকে এক হাত নিলেন বিশিষ্ট পরিচালক মালেক আফসারি। কয়েকদিন আগে ফেসবুকে শাকিবকে অহংকার ছাড়তে বলেছিলেন তিনি। এবার জানালেন, একমাত্র শাকিবকে দেখেছেন যিনি ঘরের (এফডিসি) মানুষদের পর করেছেন। গত বৃহস্পতিবার রাতে মালেক আফসারি শাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেন, হ্যালো মিস্টার, আপনি হয়তো ভাবছেন (মাত্র চারদিন আগে) ফোনে এত বুঝালাম, নতুন ছবির অফার দিলাম, তবুও কেন আপনার বিরুদ্ধে কথা বলছি? কারণ একটাই, আপনি আমার ভাই-ব্রাদারকে অসম্মান করেছেন। মিস্টার, জানি না কার বুদ্ধিতে চলেন? আগে ঘর (এফডিসি) ঠিক করুন। পরে কলকাতা জয় করুন। ভুলে যাবেন না, আপনি প্রথম হিরো না যে কলকাতা জয় করছে? ফেরদৌস প্রথম আপনি দ্বিতীয়। ফেরদৌস ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দাদাদের ষড়যন্ত্রের শিকারে আপনিও একদিন আসবেন। তিনি লিখেন, আর একটা কথা বহুবার আপনার লোকের মুখে শুনেছি. আপনি আমাকে ছবি পাইয়ে দিয়েছেন। এর মানে কি মিস্টার? সত্যিটা হলো আপনি নিজের প্রয়োজনে দুইবার আমার বনানীর বাসায় এসেছেন। আমি আপনার বাসা চিনি না, আপনি আমার বাসা চেনেন। তিনি লিখেন চলচ্চিত্রের এ টু জেড সবাই জানে নিজ যোগ্যতা বলে সিনেমায় টিকে আছি। আমার চোখের সামনে নায়করাজ রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, সালমান শাহ এবং মহানায়ক মান্নাকে দেখেছি। সবাই এফডিসিকে নিজের ঘর মনে করত। এক আপনাকে দেখলাম ঘরের মানুষদের পর করে দিতে। আর ঐ দূরে সরে যেতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।