প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : শাকিব খানের বিতর্কিত কথাবার্তা নিয়ে এবার মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। তার ফেসবুকের একটি স্ট্যাটাসে শাকিবকে উদ্দেশ্য করে লিখেন। কেউ যদি কলকাতায় দু-একটা ছবি করে প্রবাদ অনুযায়ী ধরাকে সরা জ্ঞান না করেন তাহলে বলতে হয় এ যেন সেই দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। যারা বলেন বাংলা চলচ্চিত্রকে বিশ্বের কাছে নিয়ে যাবেন তারাই আবার বলেন বাংলাদেশে কোনো টেকনিশিয়ান নাই, ভালো কাজ হয় না, ইত্যাদি ইত্যাদি। এই সব কথা শুনে নীরব থাকলে তাদের কথাকেই সমর্থন করা হবে বলে এই লেখা। তিনি বলেন, কলকাতায় বর্তমানে যে কজন স্বনামধন্য পরিচালক আছেন তাদের মধ্যে গৌতম ঘোষ, রাজা সেন, বুদ্ধ দাশগুপ্ত, কৌশিক, সৃজিত উল্লেখযোগ্য। এখানে যারা কলকাতাকে নিয়ে গর্ব করে কথা বলছেন তারা উল্লেখিত ওই সব পরিচালকের ছবি করার সুযোগ পেয়েছেন বলে আমার মনে হয় না। অথচ বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টির মাধ্যমে ফেরদৌসের কলকাতায় যে যাত্রা শুরু হয়েছিল, তা আজঅব্দি সম্মানের সাথেই অব্যাহত রয়েছে। অথচ ফেরদৌস কোনো দিন নিজ দেশের টেকনিশিয়ানদের ছোট করে কোনো কথা কোথাও বলেছেন বলে শোনা যায়নি, শোনা যায়নি সত্যজিত রায় এর অনঙ্গ বৌ, ববিতার মুখ থেকেও। শোনা যায়নি গৌতম ঘোষের মালা তথা চম্পার মুখ থেকেও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।