Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব একটা স্টুপিড -আজিজুর রহমান

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রখ্যাত চিত্রপরিচালক আজিজুর রহমান এবার শাকিবকে এক হাত নিলেন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ও (শাকিব) একটা স্টুপিড! নিজেকে নিজে সুপারস্টার বলে। এটা তো সাধারণ মানুষ বলবে। নিজে নিজেকে স্বীকৃতি দেয়ার কিছু নেই। বাংলাদেশে বহু শিল্পীর সুপারস্টার বলার মতো যোগ্যতা ছিল, কিন্তু তারাও কোনোদিন এ কথা বলেনি। তিনি বলেন, শাকিব ঠিকমত লেখাপড়া করেনি, কোনরকমে চলচ্চিত্রে চলে এসেছে। সম্প্রতি চলচ্চিত্র পরিচালকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন শাকিব। তার এ মন্তব্যে চলচ্চিত্র পরিচালকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরিচালক সমিতি ইতোমধ্যে তাকে উকিল নোটিশও পাঠিয়েছে। শাকিবের এ মন্তব্য নিয়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতারাও দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান রয়েছেন। তিনি বলেন, শাকিবের উচিৎ হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা। এটা ঠিক সব পরিচালকদের মেধা সমান না। আর আজকে এ পরিচালকদের মাধ্যমেই তার এ অবস্থান। তিনি বলেন, তার ব্যক্তিগত রাগের কারণে তিনশ-সাড়ে তিনশ চলচ্চিত্র পরিচালককে ছোট করতে পারে না। যে লোক (বদিউল আলম খোকন) তাকে নিয়ে ২২টি ছবি বানিয়েছে তাকে নিয়েও এভাবে কথা বলতে পারে না। তিনি বলেন, রাজ্জাক, আলমগীর, ইলিয়াস কাঞ্চনদের নিয়ে কাজ করেছি। তারাও কোনদিন পরিচালকদের এ নিয়ে এভাবে কথা বলার সাহস করেনি। তিনি বলেন, পরিচালক সমিতির ও শিল্পীর সমিতির একসাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা উচিত। শাকিব এভাবে কথা বললে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিৎ।



 

Show all comments
  • Tania ২৯ এপ্রিল, ২০১৭, ১২:৪৭ পিএম says : 0
    you are right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ