প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের সঙ্গে জটিলতার রেশ ধরে সপ্তাহ কয়েক আগে একটি টেলিভিশন লাইভে এসেছিলেন শাকিব খান। চল্লিশ মিনিটের অনুষ্ঠানে শাকিব ১৪ বার নিজেকে ‘সুপারস্টার’ বলে আলোচনার জন্ম দেন। এরপর পরিচালকদের হেয় করে মন্তব্য করে পেয়েছেন উকিল নোটিশ ও পরিচালক সমিতির নিষেধাজ্ঞা। এসব বিতর্কের মাঝে মুখ খুললেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি বাহাদুরী নামে একটি সিনেমার মহরতে এফডিসিতে হাজির হয়েছিলেন তিনি। তিনি বলেন, সেটে গেলে শুনতে পাই অমুক খান এসেছে, তমুক খান এসেছে। অথচ আমরা শুনতে চাই সেটে পরিচালক এসেছে। একসময় পরিচালক সেটে এসেছে শুনলে সবাই দাঁড়িয়ে গেছে। এখন নায়ক-নায়িকাদের কথা বলা হয়। একসময় এফডিসিতে ‘ভাই’ সংস্কৃতি ছিল। তা চলে গেছে। আর এখন শুনি সুপারস্টারের কথা। আরে পরিচালকের উপর কি কোনো সুপারস্টার আছে? পিতা ছাড়া কি পুত্র জন্মাতে পারে? এখন দেখা যাচ্ছে, যারা স্টার তৈরির কারিগর তাদেরকেই হেয় করে কথা বলা হচ্ছে। সবাই নায়ক-নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অথচ উচিত পরিচালককে কেন্দ্র করে ব্যস্ত হওয়া। কারণ ডিরেক্টর ইজ দ্য সুপারস্টার। তিনি বলেন, আমরা শুনতে চাই পরিচালকের সিনেমা চলছে। কোনো নায়ক-নায়িকার সিনেমা বা অমুক খান, তমুক খানের সিনেমা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।