Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালকরাই সুপারস্টার -মিশা সওদাগর

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের সঙ্গে জটিলতার রেশ ধরে সপ্তাহ কয়েক আগে একটি টেলিভিশন লাইভে এসেছিলেন শাকিব খান। চল্লিশ মিনিটের অনুষ্ঠানে শাকিব ১৪ বার নিজেকে ‘সুপারস্টার’ বলে আলোচনার জন্ম দেন। এরপর পরিচালকদের হেয় করে মন্তব্য করে পেয়েছেন উকিল নোটিশ ও পরিচালক সমিতির নিষেধাজ্ঞা। এসব বিতর্কের মাঝে মুখ খুললেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি বাহাদুরী নামে একটি সিনেমার মহরতে এফডিসিতে হাজির হয়েছিলেন তিনি। তিনি বলেন, সেটে গেলে শুনতে পাই অমুক খান এসেছে, তমুক খান এসেছে। অথচ আমরা শুনতে চাই সেটে পরিচালক এসেছে। একসময় পরিচালক সেটে এসেছে শুনলে সবাই দাঁড়িয়ে গেছে। এখন নায়ক-নায়িকাদের কথা বলা হয়। একসময় এফডিসিতে ‘ভাই’ সংস্কৃতি ছিল। তা চলে গেছে। আর এখন শুনি সুপারস্টারের কথা। আরে পরিচালকের উপর কি কোনো সুপারস্টার আছে? পিতা ছাড়া কি পুত্র জন্মাতে পারে? এখন দেখা যাচ্ছে, যারা স্টার তৈরির কারিগর তাদেরকেই হেয় করে কথা বলা হচ্ছে। সবাই নায়ক-নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অথচ উচিত পরিচালককে কেন্দ্র করে ব্যস্ত হওয়া। কারণ ডিরেক্টর ইজ দ্য সুপারস্টার। তিনি বলেন, আমরা শুনতে চাই পরিচালকের সিনেমা চলছে। কোনো নায়ক-নায়িকার সিনেমা বা অমুক খান, তমুক খানের সিনেমা চলছে।



 

Show all comments
  • মিলন ২৯ এপ্রিল, ২০১৭, ১২:৪৬ পিএম says : 0
    এটাই সবচেয়ে বড় সত্য।
    Total Reply(0) Reply
  • Zahid ২৯ এপ্রিল, ২০১৭, ১০:৫০ পিএম says : 0
    Uct kotha
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সওদাগর

৪ সেপ্টেম্বর, ২০১৮
১১ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ