Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সংস্কৃতিকে দাদাদের কাছে বিক্রি করে দিচ্ছেন শাকিব-মিশা সওদাগর

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সময়ে চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে মিশা সওদাগরের বিকল্প নেই। সিনেমার অনিবার্য চরিত্র খলনায়কে তিনি অপ্রতিদ্ব›দ্বী। খল চরিত্রে তার অভিনয় দর্শকের মনে শিহরণ জাগায়। নির্মাতারাও তার বিকল্প খুঁজে পান না। ফলে চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে একচ্ছত্র আধিপত্য তার। এই শক্তিমান অভিনেতা যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে মুখ খুললেন এবং শাকিবকেও ধুয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহর রহমতে চলচ্চিত্র জীবনে অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছে। চলচ্চিত্রের ভাল-মন্দ দেখেছি। কখনো হতাশ হইনি। এবার হতাশা ঢুকেছে একজন ব্যক্তির জন্য। বলতে দ্বিধা নেই, সেই ব্যক্তিটা হলো এখনকার টপ হিরো শাকিব খান। ২০১৪ ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছিলাম। এজন্য অনেকের অনেক কথা শুনেছি। এরমধ্যে শাকিবও বার বার ফোন দিয়ে কথা শুনিয়েছে। তখন চলচ্চিত্রের মানুষদের কথায় সাড়া দিয়ে প্রায় ২০টা যৌথ প্রযোজনার সিনেমা না করে দিয়েছি। কিন্তু কি লাভ হলো? যে শাকিব যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করার জন্য অনেক কথা শুনিয়েছে, সে নিজেই এখন যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় কাজ করছেন। ব্যাপারটা ভাবতেই অবাক লাগছে। তিনি বলেন, পর্দায় দর্শক আমাকে ভিলেন রূপে দেখেন। এবার বাস্তবের ভিলেনকে চিনতে পারছি। শাকিব কিসের লোভে যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করছে সেটা আমি বলতে চাই না। তবে শাকিবের মনের আশা পূরণ হবে না সেটা ভাল করে বলতে পারি। কারণ মানুষের জন্য কুয়া খুঁড়লে একদিন নিজেই সেই কুয়াতে পড়ে। প্রতারণার ফল কখনো ভাল হয় না। মিশা বলেন, ঘরের কথা কখনো পরকে বলতে নেই। তাই অনেক কথাই বলি না। তবে একটা কথা না বললেই নয়, শাকিব যা করছেন, তা মোটেও কল্যাণকর নয়। এভাবে আর কতদিন ক্যারিয়ার ধরে রাখতে পারেন শাকিব সেটাই এখন দেখার বিষয়। দাদারা তাকে আদর যতœ ভালই করছে। দেখার বিষয় হচ্ছে, এই আদর-যতœ কতদিন থাকে। যৌথ প্রযোজনার সিনেমা করতে গিয়ে শাকিব দেশের সিনেমার শিডিউল ফাঁসাচ্ছেন। দেশের সংস্কৃতিকে দাদাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য।



 

Show all comments
  • Osman Goni ১৪ মে, ২০১৬, ৪:০০ পিএম says : 0
    Apnader Potrikati Amar Anek Valo lage, Anek Dhonnobad.................India thike
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের সংস্কৃতিকে দাদাদের কাছে বিক্রি করে দিচ্ছেন শাকিব-মিশা সওদাগর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ