প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : চরিত্রের প্রয়োজনে এবার হিজড়া চরিত্রে রূপদান করলেন মিশা সওদাগর। সাফিউদ্দিন সাফির পরিচালনাধীন ‘মিসড কল’ সিনেমার একটি গানের দৃশ্যায়ন করতে গিয়ে তাকে এই বেশ ধারণ করতে হয়েছে। গত ২১ মার্চ বিএফডিসির এক নাম্বার ফ্লোরে গানটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগরসহ ১৫ জন হিজড়া নিয়ে গানটির শুটিং করা হয়। শাফি উদ্দিন সাফি জানান, সিনেমাটিতে বরাবরের মতো খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি হিজড়া হিসেবেও দেখা যাবে তাকে। এমন চরিত্রে তাকে এর আগে দেখা যায়নি। গল্পের প্রয়োজনে তাকে হিজড়া চরিত্রে অভিনয় করতে হয়েছে। উল্লেখ্য, গত ১ অক্টোবর মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করছেন বাপ্পি এবং নবাগত মুগ্ধ। এ ছাড়াও আছেন বাপ্পারাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।