Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া ডিবি পুলিশকে চাঁদা না দেয়ায় গাঁজা সেবনের অভিযোগে পল্লী চিকিৎসককে সাজা দেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন এসআই, দুইজন এএসআইসহ চারজনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী পল্লী চিকিৎসক। বগুড়া সদর উপজেলার এরুলিয়া মন্ডলপাড়ার সামছুল হক এর ছেলে মো: শফিকুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ডিবি পুলিশের দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গাঁজা সেবনের মিথ্যা অভিযোগে তাকে এক মাস সাজা ভোগ করতে হয়েছে। এক মাস সাজা ভোগের পর গত ২৪ এপ্রিল জেলা কারাগার থেকে বের হয়ে এসে গতকাল বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে উক্ত পল্লী চিকিৎসক উল্লেখ করেন, গত ২৩ মার্চ সন্ধ্যায় পুলিশের সোর্স পরিচয়দানকারী আলম ও জুয়েল নামে দুই ব্যক্তি তার ওষুধের দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদেরকে টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে উপযুক্ত শায়েস্তা করা হবে বলে হুমকি দিয়ে যায়। চাঁদা না দেয়ায় ২৫ মার্চ শুক্রবার দুপুর অনুমান ১২.৩০টায় বাড়ি ফেরার পথে চারমাথা এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশের এসআই মো: নাসিম উদ্দিনসহ চারজন পুলিশ তাকে আটক করে সিএনজি চালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে নামাজগড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে ডিবি পুলিশরা অভিযোগকারীর বুকে পিস্তল ঠেকিয়ে পরনের ফুল প্যান্ট খুলে লুঙ্গি পরতে বাধ্য করে। এরপর একটি অপরিচিত মেয়ের পাশে বসিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকটি ছবি উঠায়। পরে বাড়িতে ফোন করে দুই লাখ টাকা আনতে বলে। টাকা না আনলে তাকে নারী নির্যাতনের অথবা ইয়াবা ট্যাবলেটের মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হবে বলে হুমকি দেয়। অভিযোগকারী শফিকুল দুই লাখ টাকা দিতে অস্বীকার করায় দুপুরে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বাড়ি থেকে অভিযোগকারীর স্ত্রী তহমিনা ডিবি অফিসে আসলে তাকে ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয় আলম ও জুয়েল নামের দুই সোর্স। স্বামীকে ছাড়িয়ে নিতে শেষ পর্যন্ত তহমিনা পুলিশের সোর্স আলমকে ১৩ হাজার টাকা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ