Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৪ পিএম

জেলার কাহালু উপজেলার দূর্গাপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রাব্বি হোসেন (২২), মো. হাবিবুর রহমান রনি (২৫), মো. ইসমাইল হোসেন তরু (২১), মো. মোমিন (২১), মো. আহসান হাবীব (২০), মো. ফারদিন চৌধুরী (২২), অন্তুর সরকার (২১) ও মো. রাহুল খান কারিম (২১)।
শুক্রবার দুপুরে বগুড়ার ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বগুড়া ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কাহালু উপজেলার দূর্গাপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল,দেশীয় অস্ত্র এবংবিভিন্ন সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ