Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সোনালী ব্যাংকের নতুন জিএম

মো. আমিনুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

মো. আমিনুল ইসলাম সোনালী ব্যাংক লিমিটেডে সম্প্রতি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার'স অফিস, বগুড়ায় জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ব্যাংকের লোকাল অফিসের সাধারণ ঋণ বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালে রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে ১৯৯৪ সালের ০৪ আগষ্ট প্রধান কার্যালয়ের পল্লী ঋণ বিভাগে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান এবং পিও প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় সোনালী ব্যাংকের নতুন জিএম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ