Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি, বাড়ছে উত্তেজনা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৮:০২ পিএম

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির দুই নেতার দেওয়া পাল্টাপাল্টি ঘোষিত বগুড়া জেলা কমিটির নেতারা নন্দীগ্রাম উপজেলায় সংগঠনটির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা দিয়েছেন। এ উপজেলায় একটি পক্ষ আহবায়ক কমিটি ঘোষণার ২৪ ঘন্টা পর আরেকটি পক্ষ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করেছেন। এনিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বাড়ছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন স্থানীয় নেতারা। তারা বলছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়হীনতার কারণে দুই নেতার পৃথক পৃথক ঘোষণায় বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম পৌর সদরে উপজেলা শ্রমিক লীগের ত্রি-বাষিক সম্মেলন আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস ছালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সংগঠনের নির্বাচন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক তোজাম্মেল হোসেন, শেরপুর উপজেলা শাখার আহবায়ক কামাল শেখ, শাজাহানপুর উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান টুকু, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহেরুল ইসলাম প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর ও উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে এনামুল হককে সভাপতি ও আরাফাত রহমান রাজকে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম।

এর ২৪ ঘন্টা পূর্বে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভার আয়োজন করেছিলো শ্রমিক লীগের আরেকটি পক্ষ। উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম আযম খসরু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদকের ঘোষিত জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক মাকসুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. মুর্শিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ প্রমুখ।

বর্ধিত সভায় শাহিনুর রহমান শাহিনকে আহবায়ক, রাশেদুল ইসলাম লিটনকে সদস্য সচিব, ফারুক হোসেন ও ফজলুর রহমান ফজুকে যুগ্ম আহবায়ক করে সম্মেলন শর্তে দেড় মাসের জন্য উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষণা দেন রাকিব উদ্দিন সিজার। তারা সভাশেষে উপজেলা গেটে আনন্দ মিছিল করে চলে যান।

এদিকে পাল্টাপাল্টি কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা লক্ষ্য করা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ, জানিয়েছেন থানার ওসি মো. হাসান আলী।

এ প্রসঙ্গে ভিন্নভিন্ন বক্তব্য দিয়েছেন পাল্টাপাল্টি কমিটির দুই নেতা। দু’পক্ষই তাদের কমিটি বৈধ দাবি করেছেন। এই ঘটনায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ