বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা বৃষ্টি ও উজানের ঢলে বগুড়ায় যমুনা নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহের হার প্রতিদিনই বাড়ছে।
গত ২৪ ঘন্টায় বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনায় ২২ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদ সীমার ৫২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সারিয়াকান্দি উপজেলার চর ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সারিয়াকান্দি ও ৯টি ইউনিয়নের ৫৯টি গ্রাম ও পৌরসভার ৪টি গ্রাম সহ ৭৩টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ল্যাট্রিনের অভাব। বন্যার্তদের মাঝ এখন পর্যন্ত কোন ত্রান তৎপরতা শুরু করা হয়নি। এদিকে উপজেলার চন্দনবাইশা রোহদহ গ্রাম রক্ষায় ভেড়ি বাঁধের দূর্বল অংশে পানি উন্নয় বোর্ড থেকে মেরামতের কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।