Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণে পরিচালক সমিতির নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শাকিবকে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির আইনি পরামর্শক ব্যারিস্টার তানভীর আহমেদ শাকিবকে এই নোটিশ পাঠিয়েছেন। এদিকে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে শাকিব পরিচালকদের হেয় করেছেন। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধের আহŸান জানানো হয়েছে। গত ২৪ এপ্রিল এক চিঠিতে এই আহŸান জানানো হয়। পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় সমিতির ভাবমর্যাদা ও সদস্যদের সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত শাকিব এই ‘নিষেধাজ্ঞা’য় থাকবেন। পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বদিউল আলম খোকন। তিনি বরেন, শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন, তা অবমাননাকর। উল্লেখ্য, স¤প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব সংবাদমাধ্যমে বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’ এ বক্তব্যের জের ধরে পরিচালক সমিতি তাকে নিয়ে কাজ না করার আহŸান জানিয়েছে। সমিতির সাংগঠনিক স¤পাদক শাহীন সুমন বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো সদস্য আপাতত তাকে নিয়ে সিনেমা বানাতে পারবে না। সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহমেদ রনির নির্মাণাধীন রংবাজ সিনেমার শূটিং স্থগিত করতে হবে।



 

Show all comments
  • Nejam Anowar ২৭ এপ্রিল, ২০১৭, ১:১৭ পিএম says : 0
    good decision
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ