বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার: ছয়মাসেও পরিচয় মেলেনি কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় থেকে উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের। পুলিশের ধারনা দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ ধর্মসাগরে ফেলে দেয়। যা পাড়ে ভেসে ওঠে। লাশের পরিচয় না পাওয়ায় অপমৃত্যু হিসেবে দায়ের করা মামলাটি নিয়ে মেরে ফেলার মোটিভ বের করতে অনেকটা বেগ পেতে হচ্ছে পুলিশকে।
কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৮ অক্টোবর সকালে স্থানীয় লোকদের মাধ্যমে জানা যায় ধর্মসাগর পাড়ে এক যুবকের লাশ পড়ে আছে। তখন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরিমধ্যে কুমিল্লার সব থানা এলাকায় অজ্ঞাত লাশের পরিচয় জানার ব্যাপারে ম্যাসেজ পাঠানো হয়। শেষ পর্যন্ত লাশের পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে নগরীর টিক্কাচর কবরস্থানে দাফন করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা লাশটি প্রায় ৩০-৩২ বছর বয়সের একজন যুবক। তার উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি। পড়নে ছিল একটি নীল রঙের হাফশার্ট ও লুঙ্গি। গায়ের রঙ উজ্জল শ্যামলা। ধারণা করা হয় ওই যুবককে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ধর্মসাগরে ফেলে দেয়। এঘটনায় ওইদিনই কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যার নম্বর ৫/৪২। মামলাটির তদন্ত চলছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া গেলে মৃত্যুর আসল মোটিভ বের করা অনেকটা সহজ হতো। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম নিহত যুবককের পরিচয়ের ব্যাপারে কেউ কোন তথ্য পেলে ০১৭১৩৩৭৩৬৮৫ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। আর বলেছেন লাশের প্রকৃত পরিচয় পাওয়া গেলে নগরীর অন্যতম বিনোদন স্পট ধর্মসাগর পাড় থেকে উদ্ধার করা অজ্ঞাত যুবকের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে তা সহায়ক হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।