Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগার মাসেও সন্ধান মেলেনি আইয়ুবের

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
দীর্ঘ ১১ মাস থেকে নিখোঁজ রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের আমিন উদ্দিনের পুত্র আইযুব আলী। ৩ সন্তানের জনক আইয়ুব একজন শ্রমিক। লেখাপড়া নেই বললে চলে। পরিবারের ভরণপোষণের জন্য ঢাকাসহ বিভিন্ন শহরে রিক্সা চালাতো সে। গত ডিসেম্বর মাসে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় আইয়ুব। সেদিন থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। আইয়ুবের আত্মীয়-স্বজন ও স্ত্রীসহ অনেকেই খোঁজে বের হলেও তার সন্ধান মেলেনি। গ্রামের অনেকেই ভাবছেন আইয়ুব অন্য কোন মেয়েকে বিয়ে করে গোপন সংসার করছেন। আবার অনেকেই ভাবছেন স্ত্রী সন্তানদের ভুলে গিয়ে আইয়ুব নিজেই আত্মগোপন করেছেন। নানা জনের নানা কথার মাঝেও অনেকেই বলছেন সে জঙ্গি কাজে সংশ্লিষ্ট হয়েছেন। সন্ধান না মেলায় অবশেষে গত ১৭ আগস্ট স্ত্রী শাহিনুর বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করে। আইয়ুবের স্ত্রী শাহিনুর জানান, প্রায় ১২/১৩ বছর থেকে ঢাকাসহ বিভিন্ন শহরে রিক্সা চালাত। প্রতি সপ্তাহে মোবাইলে কথা বলে কিন্তু গত ডিসেম্বর মাসে বাড়ি থেকে বের  হওয়ার পর পবিবারের কোন খোঁজখবর না নেয়ায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এগার মাসেও সন্ধান মেলেনি আইয়ুবের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ