Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে দপ্তরী কাম-প্রহরীদের মানববন্ধন যোগদানের ২০ মাসেও মেলেনি বেতন-ভাতা

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ১৭ জন দপ্তরী কাম-প্রহরী নিয়মিত ডিউটি করার পরও ২০ মাস যাবৎ বেতন ভাতা না পাওয়ায় গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশে আসা ভুক্তভোগীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী ধামরাই উপজলা নির্বাহী অফিসার পূর্বে বাদ পড়া ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম-প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেন। এ পদের বিপরীতে অধিক প্রার্থী আবেদনও করে। পরে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য মৌখিক ও লিখিত পরীক্ষাও নেয়া হয়। প্রার্থী যাচাই-বাচাইয়ের পর গত বছরের ১৬ মার্চ ১৭ জনের নিয়োগ চূড়ান্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম। এ নিয়োগের অনুলিপি স্থানীয় এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ নানা দপ্তরেও পাঠিয়ে দেয়া হয়। উক্ত পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর গত বছরের ২১ মার্চ প্রার্থীরা তাদের স্ব-স্ব বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে যোগদান করেন। গত ২০ মাস ধরে সরকারি বিধি মোতাবেক ডিউটি করলেও এখন পর্যন্ত কোন বেতন ভাতা পায়নি। ফলে ১৭ জন দপ্তরী কাম-প্রহরী তাদের পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছে। বিদ্যালয়ে ডিউটি করায় তারা অন্য কোথাও কাজকর্ম করতে না পারায় বাড়তি উপার্জনও করতে পারছে না। ফলে তাদের মা-বাবা, ভাই-বোনদের নিয়ে কোথায় দাঁড়াবে গন্তব্য খোঁজে পাচ্ছে না। মাস আসলেই প্রথম সপ্তাহে শিক্ষকরা বেতন পেলেও তাদের ভাগ্যে জোটছে না বেতন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে দপ্তরী কাম-প্রহরীদের মানববন্ধন যোগদানের ২০ মাসেও মেলেনি বেতন-ভাতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ