রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ১৭ জন দপ্তরী কাম-প্রহরী নিয়মিত ডিউটি করার পরও ২০ মাস যাবৎ বেতন ভাতা না পাওয়ায় গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশে আসা ভুক্তভোগীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী ধামরাই উপজলা নির্বাহী অফিসার পূর্বে বাদ পড়া ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম-প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেন। এ পদের বিপরীতে অধিক প্রার্থী আবেদনও করে। পরে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য মৌখিক ও লিখিত পরীক্ষাও নেয়া হয়। প্রার্থী যাচাই-বাচাইয়ের পর গত বছরের ১৬ মার্চ ১৭ জনের নিয়োগ চূড়ান্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম। এ নিয়োগের অনুলিপি স্থানীয় এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ নানা দপ্তরেও পাঠিয়ে দেয়া হয়। উক্ত পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর গত বছরের ২১ মার্চ প্রার্থীরা তাদের স্ব-স্ব বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে যোগদান করেন। গত ২০ মাস ধরে সরকারি বিধি মোতাবেক ডিউটি করলেও এখন পর্যন্ত কোন বেতন ভাতা পায়নি। ফলে ১৭ জন দপ্তরী কাম-প্রহরী তাদের পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছে। বিদ্যালয়ে ডিউটি করায় তারা অন্য কোথাও কাজকর্ম করতে না পারায় বাড়তি উপার্জনও করতে পারছে না। ফলে তাদের মা-বাবা, ভাই-বোনদের নিয়ে কোথায় দাঁড়াবে গন্তব্য খোঁজে পাচ্ছে না। মাস আসলেই প্রথম সপ্তাহে শিক্ষকরা বেতন পেলেও তাদের ভাগ্যে জোটছে না বেতন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।