Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দিনেও মাদরাসা ছাত্রের খোঁজ মেলেনি

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১২:০১ এএম

নাটোরের বড়াইগ্রামে মাদরাসায় যাবার পথে সজিব ইসলাম মিরাজ (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত পাঁচদিনেও তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ মিরাজ উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় মিরাজের মামা ইকরামুল ইসলাম থানায় সাধারণ ডায়রি করেছেন।

জানা যায়, গত ৭ জুন বিকালে মিরাজ নিজ বাড়ি থেকে ধানাইদহ হাজী মফিজ উদ্দিন পুনর্বাসন কেন্দ্র ও এতিমখানা হাফেজিয়া মাদরাসায় যাবার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতে শিক্ষকদের কাছে খোঁজ নিয়ে জানা যায় সে মাদরাসায় পৌঁছায়নি। এরপর স্বজনরা তার বন্ধু-বান্ধব ও নিকট স্বজনসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও গত পাঁচদিনে তার কোন সন্ধান পাননি। এতে মিরাজের পিতা-মাতাসহ স্বজনরা তার চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া সব থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা ছাত্রের খোঁজ মেলেনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ