Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে ১৬ দিনেও স্কুলছাত্রীর হদিস মেলেনি

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

ফটিকছড়িতে গত ১৬ দিনেও নিখোঁজ এক স্কুল ছাত্রীর হদিস মেলেনি। দরিদ্র পরিবারের মেয়ে বলে পুলিশী তৎপরতাও নেই মর্মে অভিযোগ করেছেন ওই স্কুল ছাত্রীর মা। উপায় না পেয়ে সংবাদকর্মীদের সহায়তা চেয়েছেন দরিদ্র দেলোয়ারা বেগম। জানা যায়, গত ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসেনি দশম শ্রেণীর ছাত্রী নাজমা কানিজ রুমি (১৬)। সে ফটিকছড়ি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ইব্রাহিম কারিগর বাড়ির জনৈক বজল মিয়ার কন্যা। তারা পাশবর্তী জামালুল কুরআন মাদরাসা কলোনীতে ভাড়া থাকে।

গোপন সূত্র জানায়, ওই ভাড়া বাসার পাশবর্তী ভাড়াটিয়া দু’সন্তানের জনক জামাল উদ্দীন সাকিব (৩৯) তাকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। সাকিবের বাড়ি কক্সবাজারের নোমালিয়া ছড়া এলাকায় এবং সে একজন লম্পট প্রকৃতির বলে তার স্ত্রী জানিয়েছে। তার পরিচয় এবং অবস্থান নিশ্চিত হবার পরও পুলিশ নিখোঁজ স্কুল ছাত্রী রুমিকে উদ্ধার করছে না বলে মা দেলোয়ারা বেগম এ প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়েছে। তার ধারণা-মেয়ে রুমিকে অপহরণ করে জিম্মি করে শারিরীক নির্যাতন চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৬ দিনেও স্কুলছাত্রীর হদিস মেলেনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ