Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্প হলেও আমার উৎসর্গপ্রাণ ভক্তের দল আছে -অপর্ণা সেন

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ভারতের শীর্ষ স্থানীয় অভিনেত্রী এবং নামি চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন ‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’-এর মতো অসাধারণ চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি জানান অল্প হলেও তার উৎসর্গপ্রাণ ভক্তের দল আছে।
“১৯৮১ থেকে শুরু করে আজ ২০১৭ পর্যন্ত আমি এখনো চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি তাই ছোট হলেও আমার উৎসর্গপ্রাণ একটি ভক্তের দল আছে, প্রযোজকরা এখনো আমাকে চলচ্চিত্র নির্মাণ করতে বলে,” অপর্ণা বলেন।
“মানুষ আমার কাজ নিয়ে আমার সঙ্গে আলাপ করে আর প্রশংসাও পাই তাই আমি সন্তুষ্ট। এটিই আমার জন্য পুরস্কার আর আমি তাদের প্রতি কৃতজ্ঞ,” তিনি আরো বলেন।
স¤প্রতি অপর্ণা পরিচালিত ‘সোনাটা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। একই নামের মহেশ একলাঞ্ছোয়ারের মঞ্চনাটক অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এটি মুম্বাইয়ে বসবাস তিন সঙ্গীহীন পেশাজীবী নারীর গল্প।
অপর্ণা বলেন, “আমরা পুরুষদের বন্ধুত্ব নিয়ে অনেক ফিল্ম দেখেছি, এই ফিল্মটি নারীদের বন্ধুত্ব নিয়ে।”
চলচ্চিত্রটিতে তিন নারীর ভ‚মিকায় অভিনয় করেছেন অপর্ণা সেন (অধ্যাপক অরুণা চতুর্বেদী), শাবানা আজমি (ব্যাঙ্কার দোলন সেন) এবং লিলেট দুবে (সাংবাদিক সুভদ্রা পারেখ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অল্প

৯ ডিসেম্বর, ২০২১
৩০ নভেম্বর, ২০২১
৯ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ