Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ববি হাজ্জাজের নতুন দলের আত্মপ্রকাশ

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। দলটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন আলোচিত ব্যবসায়ী মূসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। ববি হাজ্জাজ নতুন দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তুলে ধরেন। জাতীয় পার্টির চেয়ারম্যনের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ এরশাদের জাতীয় পার্টির অবস্থা ব্যাখ্যা করে বলেন, ‘তুমি একই সঙ্গে বিরোধীদল আবার একই সঙ্গে সরকারি দল। তুমি একই সাথে ছেলে, আবার একই সাথে মেয়ে। এটা কেমন দল?’
এনডিএমর ভাইস চেয়ারম্যান এনায়েত কবিরের সভাপতিত্বে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-এনডিএমর উচ্চপরিষদ সদস্য ও ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের। দেশের অবস্থা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ‘এখন দেশের চারিদিকেই লুটপাট চলছে। বিগত ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা এই টাকা পাচার করেছে? এদের বিচারের আওতায় আনতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ববি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ