প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে এবং নাটকে এখন খুব কম কাজ করছেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তবে গল্প এবং চরিত্র পছন্দ হলে তিনি চলচ্চিত্রে, নাটকে অভিনয় করেন। বর্তমানে এটি এম শামসুজ্জামান দুটি ধারাবাহিকে নাটকে অভিনয় করছেন। এর পাশাপাশি নতুন আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। নাটকের নাম ‘মহাগুরু’। নাটকটি নির্মাণ করছেন কায়সার আহমেদ। এ নাটকে এটি এম শামসুজ্জামানকে ভÐ পীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। গত ১৮ এপ্রিল এ টি এম শামুসজ্জামান নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ টি এম শামসুজ্জামান বলেন, ‘কায়সার আহমেদ খুবই গুণী একজন নির্মাতা। সবচেয়ে বড় কথা কায়সার খুব ভালো মনের একজন মানুষ। যে কারণে তারসঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস এই ধারাবাহিকটি সাম্প্রতিক সময়ের আলোচিত এবং দর্শকপ্রিয় একটি ধারাবাহিক নাটকে পরিণত হবে। কারণ দর্শকের বিনোদনের জন্য চমৎকার একটি নাটক এটি।’ কায়সার আহমেদ বলেন, ‘যে চরিত্রটিতে এ টি এম স্যার অভিনয় করছেন তা তিনি ছাড়া অন্য কেউ এতো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। তাই তাকে নিয়েই কাজটি করেছি। এটি এম শামসুজ্জামান আমাদের চলচ্চিত্রের গর্ব, নাটকের গর্ব। তাকে নিয়ে কাজ করতে পারাটাও আমার জন্য গর্বের।’ এরইমধ্যে ‘মহাগুরু’ ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৯.০৫ মিনিটে প্রচার হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।