নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য আইসিসির পরবর্তী সভায় থাকতে পারবেন না ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সাবেক সভাপতি এন শ্রীনিবাসন। স¤প্রতি দেশটির সুপ্রিম আদালত আইসিসির সভায় শ্রীনিবাসনকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। শ্রীনিবাসনের বদলে বিসিসিআই’র ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরীকে আইসিসি সভায় ভারতের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। যেখানে তার সঙ্গী হিসেবে থাকতে পারবেন বিসিসিআই-এর সিইও রাহুল জহরী।
গত দু-এক বছরে বেশ বদলে যাওয়া আইসিসির পেছনে রয়েছে এন শ্রীনিবাসনের বড়সড় হাত। মূলত চূড়ায় বসে ছড়ি ঘোরানোর জন্যই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ‘বিগ-থ্রি’ প্রস্তাব উত্থাপন করেছিলেন তিনি, যা পরবর্তীতে সব টেস্ট খেলুড়ে বোর্ডের সম্মতিতে বাস্তবে রূপ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।