Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসি টিভিতে পদ্মা সেতু সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। টেস্টের ফাঁকে ফাঁকে দেখানো হবে পদ্মা সেতুর বিভিনড়ব স্থিরচিত্র ও চলমানচিত্র। ম্যাচ শুরু হয়ে গেছে গতকালই। তবে এখনও বাংলাদেশের দর্শকরা এই ম্যাচ কিভাবে দেখবেন তা নিয়ে আছে ধোঁয়াশার মাধ্যে। বাংলাদেশের ম্যাচ দেখানোর স্বত্ব বাংলাদেশেরই মালিকানাধীন প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজম্যান্টের। প্রতিষ্ঠানাটি ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে স্বত্ব কিনলেও বাংলাদেশের কোন টিভি চ্যানেলের কাছে এই স্বত্ব বিক্রি করতে পারেনি এখনও। তবে বিসিবি ও টোটাল স্পোর্টস আলোচনায় বসেছে আইসিসির সাথে। আর আইসিসিও একদম নিরাশ করেনি। আইসিসি টিভিতে টেস্ট সিরিজ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তবে এরজন্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে খরচ করতে লাগবে ২ ডলার। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারেও খেলা দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি টিভিতে পদ্মা সেতু সিরিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ