Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানীতে এশিয়ান পেইন্টয়ের সহযোগিতায় আল্পনায় বৈশাখ বরণ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নতুন বছরকে স্বাগত জানিয়ে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের পুরোটাজুড়ে আল্পনা অঙ্কন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এই আল্পনা অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘আল্পনা উৎসব ১৪২৪’ আয়োজনে সহযোগিতা করেছে এশিয়ান পেইন্টস্। পহেলা বৈশাখের ভোর পর্যন্ত চলে এই আল্পনা অঙ্কন কার্যক্রম। উল্লেখ্য, বনানীতে বর্ষবরণ উপলক্ষে এ ধরনের আল্পনা অঙ্কনের আয়োজন এবারই প্রথম। এতে পরিচিত শিল্পীরা ছাড়াও গুলশান-বনানীর সাধারণ মানুষ আল্পনা আঁকায় অংশ নেন। তারা আল্পনায় ফুটিয়ে তুলেন বাঙালির ইতিহাস, সংস্কৃতিকে। ফুটিয়ে তুলেছেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। আল্পনা আঁকার পাশাপাশি ছিল বাঙালি খাবার, ফটো বুথ ও গানের আয়োজনও। তাছাড়া এই আল্পনা দেখতে শহরের মানুষজন ভিড় জমিয়েছিলেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনানী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ