বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আবুল কালাম আজাদ, বালাগঞ্জ থেকে : সিলেট বিভাগের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রভাবশালী বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ হন পাঁচ বছর আগে। টানা পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলের কোনো সন্ধান না পাওয়ায় স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির (৭৫)। ছেলের চিন্তায় অনেকটা পাগলিনীর মতো সময় কাটছে তার।
রোববার সকালে ইলিয়াসের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় গেলে তিনি সংবাদ কর্মীদের বলেন, আমি আর পাগল মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার সাথে কথা বলে কি লাভ হবে। ছেলেকে ফিরে পাবার আশায় অনেক বলেছি, অনেকের কাছে কেঁদেছি। কেউতো কিছুই করতে পারেনি। হাসিনাও না, খালেদাও না। আমার ছেলে নিজের জন্য কিছুই করেনি। সব সময় মানুষের কথাই ভাবতো। কেউ কিছুই করতে পারেনি আমার ছেলের জন্যে। কেন? দেশের সকলই কি ব্যর্থ? কারা আমার ছেলেকে উঠিয়ে নিল এর জবাবটাও দিতে পারেনি কেউ।
তিনি জানান, এখন আর আমি ইলিয়াসের নিখোঁজের বিষয়টি নিয়ে কারোর সাথে কথা বলি না। ইলিয়াস ইস্যুতে কাউকেই এখন আর ভরসা করতে পারেন না তিনি। এখন কেবলই খোদার দরবারে ছেলের জন্যে ফরিয়াদ করেন। গত বৃহস্পতিবার ইলিয়াসের নামে চারটি পশু জবাই করে গ্রামে বিলিয়ে দিয়েছেন।
উল্লেখ্য যে, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে বাসায় ফেরার পথে রহস্যজনকভাবে ঢাকার বনানী এলাকা থেকে গাড়িচালক আনসারসহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী এই নেতা। দীর্ঘ পাঁচ বছরেও নিখোঁজের কারণ জানাতে পারেনি কেউ। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বনানী থানায় সাধারণ ডায়েরি করলেও নিখোঁজের রহস্য ভেদ করতে পারেনি পাঁচ বছরে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।