Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোসেনপুরে নৌকা বাইচ দেখতে এসে ব্রহ্মপুত্র নদে শিশুসহ ৩ জন নিখোঁজ

হোসেনপুর(কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকা ডুবিতে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থল থেকে ২ কিলোমিটার এলাকায় তল্লাসি চালিয়েও এ রির্পোট লিখা পর্যন্ত কোন সন্ধান মেলেনি। তারা হলেন-হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের ছমেদ আলীর শিশু পুত্র সিফাত (১৫) একই গ্রামের মনির উদ্দিনের ছেলে নিখোঁজ সিফাতের ভাতিজা ইয়াছিন (৫)। পুলিশ ও নিখোঁজদের স্বজনারা জানান, নিখোঁজ শামীম এ মাসের ২৫ তারিখে ওমান যাওয়ার কথা ছিলো। তাঁর ভাই জাহাঙ্গীর আলম জানায় সোমবার ৫.৩০ সময় তার ভাই ফেসবুক লাইভে নৌকা বাইচের ভিডিও ধারণ করছিল এ সময়ই বলতে ছিলো তাদের নৌকাটি তলিয়ে যাচ্ছিল। এ ছাড়াও নিখোঁজ হওয়া ইয়াছিনের পিতাও তলিয়ে যাওয়া নৌকায় ছিল। তিনি তার ভাগিনাকে নিয়ে সাঁতরিয়ে উঠতে পারলেও তার সন্তানকে বাঁচাতে পারেনি বলে জেলা নৌ পুলিশের এসআই হরিদাশ বাবু জানান। গত সোমবার উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারায় চালিত নৌকা নিয়ে নদীতে আনন্দ উৎসব করতে থাকে আগত যাত্রীরা। উৎসুক জনতা ও উঠতি বয়সের ছেলেরা নৌকা বাইচের ছবি মোবাইলে ধারণ করতে থাকে। এসময় বাইচ প্রতিযোগিতার একটি নৌকা ভাড়া করা নৌকাটিকে ধাক্কা দিলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের নৌকা এসে অনেক যাত্রীকে উদ্ধার করলে অনেকে সাতঁরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও শিশুসহ ৩ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিখোঁজের সংবাদ পেয়ে স্বজনেরা ব্রহ্মপুত্র নদের তীরে কান্নায় ভেঙ্গে পড়ছেন। তারা অপেক্ষায় রয়েছেন প্রীয়জনদের উদ্বারের আশায়। কখন পাবেন তাদের দেখা সেই উপক্ষোয় রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ শামীমের ছেলে শান্ত মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, তোমরা আমার বাবাকে ফিরিয়ে দাও। স্ত্রী রিপা আক্তার জানান, সংসারের একমাত্র উপার্জনশীল স্বামীকে হারিয়ে আমরা কিভাবে বাঁচব। হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও চার সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ