Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে মেয়াদোত্তীর্ণ টিটেনাস ইনজেকশন দেয়ায় মৃত্যু শয্যায় স্কুলছাত্রী

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুসোরখালী গ্রামের খাদিজা খাতুনকে মেয়াদোত্তীর্ণ টিটেনাস ইনজেকশন দেয়ায় তার অবস্থা এখন সংকটাপন্ন। মহেশপুরের ভোগেরদাড়ী কমিউনিটি ক্লিনিক থেকে খাদিজাকে গত ১২ মার্চ টিটেনাসের ইনজেকশন দেয়া হয়। খাদিজা জানায়, কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত কর্মচারী রেজাউল আসলাম রেজা ও মাহফুজ নামের দুই স্বাস্থ্যকর্মী আমাকে টিটেনাস ইনজেকশন পুশ করে। ঘটনার পর দিন থেকে আমার হাত-পা অবশ হতে শুরু করে। আমার দরিদ্র পিতা আমার অবস্থা আশংকাজনক দেখে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আমার অবস্থা খারাপ দেখে ডাক্তাররা যশোরে রেফার্ড করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকায় পাঠানো হয়। খাদিজা আরো জানায়, বর্তমানে সে বাড়ীতে শয্যাশায়ী। হাত-পা অবস হয়ে গেছে। দরিদ্র পিতার চোখে-মুখে হতাশার ছাপ। খাদিজার পিতা আইনাল হোসেন জানান, ক্লিনিকে কর্মরত রেজার অবহেলার কারণেই মেয়াদোত্তীর্ণ টিটেনাস ইনজেকশনে আমার হাসিখুশি থাকা স্কুল পড়ুয়া মেয়ে আজ শয্যাশায়ী। এ ব্যাপারে কমিউনিটি ক্লিনিকের রেজার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহেশপুর

১৬ জানুয়ারি, ২০২২
১৯ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ