Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবির অভিযানে আটক ২০

মহেশপুর সীমান্ত

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা ও কাঞ্চপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ২০ জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বিনা পাসপোর্টে এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সোনাইডাংগা থেকে ১১ জন ও বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কাঞ্চনপুর গ্রাম থেকে ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের মো. মঞ্জুর শেখের ছেলে আল আমীন শেখ, মো. রাব্বি শেখের স্ত্রী সানজিদা খাতুন, ছেলে আব্দুর রব, আল আমীন শেখের স্ত্রী লিমা খাতুন, মো. রাব্বি শেখ, মৃত লাল মিয়া শেখের ছেলে মো. সুমন শেখ, মো. সুজন শেখ, মাগুরা জেলার শালিখা থানার থৈপাড়া গ্রামের মাখন বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস, খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটী গ্রামের শাহ আলম মোড়লের স্ত্রী জবেদা খাতুন, মো. সেলিম রাজার স্ত্রী আয়েশা খাতুন এবং মেয়ে রওজা আকতার রিমি। কাঞ্চনপুর গ্রাম থেকে আটককৃতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাটথলী গ্রামের মৃত অমর কৃষ্ণ সেনের ছেলে উত্তম কুমার সেন, বিপ্লব কুমার সেন, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল আলীম মন্ডলের ছেলে মো. করিম আলী, মেয়ে মোসা. নাজমা খাতুন, মো. বাবুলের স্ত্রী মোসা. সীমা আক্তার, মেয়ে তানুজা, গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোসেরচর গ্রামের মৃত কুমুত রঞ্জন দত্ত’র মেয়ে রেবা দত্ত, যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত চাঁদ আলী গাজীর মেয়ে মনিরা বেগম, টাংগাইল জেলার কালীহাতি থানার সালেংকা গ্রামের গোলজার হোসেনের মেয়ে মোসা. সাবজান আক্তার।
অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পারাপারে নিয়োজিত মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের জলিল খলিফার ছেলে মো. এমরান ও লুৎফর রহমানের ছেলে হৃদয়কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, মহেশপুরের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিন মানুষ বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, চিহ্নিত দালাল ও আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত কতিপয় ব্যক্তিরাও এই পাচারের সঙ্গে জড়িত বলে সীমান্তের মানুষ অভিযোগ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ