Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাগ্যবান রাব্বি

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : একসঙ্গে প্রায় শ’দুয়েক শিশু-কিশোর। সকলের বয়সই ১০ থেকে ১২’র মধ্যে। কারো গায়ে বার্সেলোনার জার্সি তো কারো রিয়াল মাদ্রিদের। কেউবা আবার এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি চাপিয়ে। চোখে স্বপ্ন ভবিষ্যতের মেসি, রোনালদো কিংবা নেইমার হবার। গ্লাভস হাতে ভবিষ্যত বুফন অথবা ক্যাসিয়াসের দেখাও পাওয়া গেল বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে। গত দুদিন তাদের বল নিয়ে ছুটোছুটিতে মুখর ছিলো মতিঝিলের টার্ফটি। রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত ট্রায়ালকে কেন্দ্র করে ভবিষ্যত ফুটবলারের মিলনমেলায় পরিণত হয়েছিলো টার্ফটি। আগামী ২৬ জুন হতে ৩ জুলাই রাশিয়ায় হবে এবারের আসর। টুর্নামেন্ট উপলক্ষ্যে ৫ম বারেরমত গ্যাজপ্রম আয়োজন করতে যাচ্ছে ‘ফুটবল ফর ফ্রেন্ডশিপ প্রোগ্রাম’। যেখানে ৬৪ টি দেশের সাথে প্রথমবারের মত অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ট্রায়ালে অংশগ্রহণকরা ২শ’ শিশু ফুটবলার থেকে এ্যাম্বাসেডর এবং খেলায় অংশগ্রহণ করতে গতকাল স্ট্রাইকার গোলাম রাব্বিকে বাছাই করেন বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি ও বাফুফের প্রশিক্ষকবৃন্দ। নারায়ণগঞ্জের আলম চাঁন হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি বশির উদ্দিন খানের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ