Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজকে নিয়ে অনেক বড় স্বপ্ন নান্নুর বড়ই ভাগ্যবান শুভাগতহোম

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাটিয়েছেন উইকেটহীন। জাতীয় লীগে বরিশালের বিপক্ষে কক্সবাজারে যে ম্যাচটি খেলেছেন, সেই ম্যাচেও উইকেটশূন্য! সেই শুভাগতহোম আছেন চট্টগ্রাম টেস্টের দলে! ইতোপূর্বে ৭ টেস্টে ৮ উইকেট, ২টির বেশি উইকেট নেই কোন ইনিংসে। ফিফটি মাত্র একটি। টেস্ট দলে শুভাগহোমের অন্তর্ভুক্তি নিয়ে আগেও উঠেছে প্রশ্ন, গতকালকের সংবাদ সম্মেলনেও উঠেছে প্রশ্ন। তবে ইংল্যান্ড দলে বেশ ক’জন বাঁ হাতি ব্যাটসম্যান থাকায় তাদের বিপক্ষে বোলিং আক্রমণে অভিজ্ঞ অফ স্পিনারের প্রয়োজন অনুভব করেছেন নির্বাচকমÐলী। সেই আইডিয়া থেকেই টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে শুভাগতহোমকে, এমন যুক্তিই উপস্থাপন করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ‘আমরা অনেক দিন ধরে টেস্ট খেলছি না। তাই কিছু ক্ষেত্রে আমরা পারফরম্যান্স মূল্যায়ন করেছি, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়েছে। ইংল্যান্ড দলে বেশ ক’জন বাঁহাতি ব্যাটসম্যান আছে। সে হিসেবে দুইজন অফ স্পিনার দলে রেখেছি।’
আসলেই বড় ভাগ্যবান শুভাগতহোম। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের সুবাদে ২০১১ সালে ওয়ানডে অভিষেক হলেও ভাগ্যের জোরে খেলেছেন ৪ ম্যাচ। নেই বলার পারফর্ম করতে পারেননি। ৪ ওয়ানডে ম্যাচে সর্বসাকুল্যে ৭০ রানে তো আর দলে টিকে থাকা যায় না, তাই ২০১১ সালে অভিষেক, ২০১১ সালেই থামতে হয়েছে তাকে একদিবসীয় ক্রিকেটে। যে ছেলেটির মধ্যে ৫০ ওভারের ম্যাচের প্রতিভা খুঁজে পাননি নির্বাচকরা, সেই শুভাগতহোমই কি না কাকতালীয়ভাবে টি-২০ বিশ্বকাপ খেলেছেন। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিন, আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় ঢাকা থেকে উড়িয়ে নিয়ে নামিয়ে দেয়া হয়েছে শুভাগতহোমকে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে! হারদিক পান্ডের শেষ বলে ২ রানের শটটাই নিতে পারেননি শুভাগতহোম।
২০ বছর বয়সী মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচকÑ‘অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে। আমাদের মনে হচ্ছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তারও দেওয়ার আছে অনেক কিছু। সে জন্যই তাকে দলে নেওয়া। দলে যখন নিয়েছি অবশ্যই প্রস্তুত সে।’
টি-২০ স্কোয়াডে থেকেও খেলার সুযোগ পাননি কামরুল ইসলাম রাব্বী। প্রথম শ্রেণির ক্রিকেটেও বলার মতো পারফরমেন্স নেই তার। ৪৭ টি প্রথম শেণির ম্যাচে উইকেট সংখ্যার সমষ্টি ৬৯। জাতীয় লীগের সর্বশেষ ম্যাচে ৬১ রান খরচায় শিকার তার মাত্র ১টি। তবে চট্টগ্রাম টেস্টের জন্য ফ্লাট উইকেট প্রস্তুত হচ্ছে বলেই তাকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচকÑ‘রাব্বী অনেক দিন ধরে এনসিএল, বিসিএল খেলছে। পুরনো বলে জোর বল করার ক্ষমতা আছে। ফ্ল্যাট উইকেট, লো ট্র্যাক, সেজন্যই ওকে নেয়া হয়েছে।’
টেস্টে অধিনায়কত্ব টিকিয়ে রাখার বিপরীতে মুশফিকুরকে বিসিবি’র শর্ত একটাই, ছাড়তে হবে কিপিং ! মুশফিকুরকে খেলতে হবে ব্যাটিং পরিচয়ে। সর্বশেষ ক’ টেস্টে কিপিং গøাভস লিটন দাসের হাতে তুলে দিতে হয়েছে মুশফিকুরকে অনেকটা বাধ্য হয়েই। লিটনের ইনজুরিতে এবার সোহানকে নেয়া হয়েছে দলে। সে যুক্তি প্রধান নির্বাচকেরÑ‘এখনও খেলার মতো স্কিল ফিটনেস এখনো আসেনি। রিকভারি করেছে ইনজুরি থেকে। সেজন্য দ্বিতীয় উইকেট কিপার হিসেবে সোহান।’ তবে সাবধানতা অবলম্বনে মুশফিকুরের পাশে দ্বিতীয় উইকেট কিপার রাখা হয়েছে বলে দল নির্বাচনে এখতিয়ার পাওয়া হেড কোচ হাতুরুসিংহে জানিয়েছেন তাÑ‘দলে আমরা দুজন উইকেট কিপার রেখেছি। কারণ যদি ম্যাচের দিন সকালেও কারও কিছু হয় তখন তো কাউকে লাগবে। এই মূহূর্তে মুশফিকই আমাদের কিপার। সোহান দেশের অন্যতম ভালো কিপার, লিটনও ভালো। তবে সে ইনজুরিতে। সেজন্য সোহান সুযোগ পেয়েছে।’
সর্বশেষ তিনটি ওয়ানডে ম্যাচে দর্শকের কাতারে ছিলেন সৌম্য। তবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সৌম্যকে টেস্ট দলে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাতুরুসিংহেÑ‘সর্বশেষ টেস্ট স্কোয়াডেও কিন্তু ছিল সৌম্য। আত্মবিশ্বাস ফিরে পেতেই ওকে বেশি সুযোগ দিচ্ছি। কারণ, ফর্ম সাময়িক, জাতটাই আসল।’ ওয়ানডে ক্রিকেটে ৩ নম্বরে ব্যাটিংয়ে নামিয়ে দিয়েই রুম্মান দ্যুতি দেখেছেন নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটের পাশে ৩০ রান। তাতেই মুগ্ধ হয়েছেন কোচ। চট্টগ্রামেই টেস্ট অভিষেক হতে পারে সাব্বির রহমান রুম্মানের, এমন আভাসটা দিয়েছেন হাতুরুসিংহেÑ‘এখন আমাদের হাতে অনেক বিকল্প আছে। একটা জায়গার জন্য অনেক খেলোয়াড় থাকা ভালো। সাব্বিরকে কিভাবে একাদশে জায়গা দেওয়া যায়, তা সিরিয়াসলি ভাবছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজকে নিয়ে অনেক বড় স্বপ্ন নান্নুর বড়ই ভাগ্যবান শুভাগতহোম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ