Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবার্ট প্যাটিনসন ‘টোয়াইলাইট’ সিরিজে ফিরতে প্রস্তুত

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘টোয়াইলাইট’ সিরিজের কোনো নতুন চলচ্চিত্র নির্মাণ হলে তিনি তাতে ফিরতে তৈরি আছেন।
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজের পাঁচটি চলচ্চিত্রে প্যাটিনসন ভ্যাম্পায়ার অ্যাডওয়ার্ড কালেনের ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি নির্মাণ করা হলে এই ভ‚মিকায় ফেরার সম্ভাবনা বাতিল করেননি।
“আমি এই ব্যাপারে বরাবরই কৌত‚হলী। যে কোনো চলচ্চিত্রের যদি সম্ভাব্য বড় ভক্ত গোষ্ঠী বা উল্লেখ করার মতো দর্শক থাকে তাহলে আমি তাদের দাবি মেনে নিতে রাজি আছি,” প্যাটিনসন বলেন।
এই মুহূর্তে নির্মাতাদের সিরিজটি নতুন করে নির্মাণ অব্যাহত রাখার কোনো পরিকল্পনা না থাকলেও প্যাটিনসন মনে করেন, “বেশ কিছু বৈপ্লবিক ধারণা থাকতেই পারে, যা উপস্থাপন আসলেই আনন্দদায়ক হতে পারে।”
তবে অভিনেতাটি স্বীকার করেছেন তেমন ভালো কোনো বিষয়বস্তু নেই বলে নতুন করে ‘টোয়াইলাইট’ সিরিজটি শুরু করা কঠিন হতে পারে।
ইতোপূর্বে লায়ন্সগেইট মোশন পিকচার গ্রুপ জানিয়েছিল ‘টোয়াইলাইট’ সিরিজ অব্যাহত রাখা সম্ভব তবে তারা আর এগিয়ে যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবার্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ