মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদ্রকে কিছুটা স্বস্তি বেআইনি সম্পত্তির মামলায় এখনই গ্রেফতারি নয় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে। তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করে দিল দিল্লির আদালত। এই সুরক্ষাকবচের জোরে এখনই তাঁকে গ্রেফতার করতে পারবেন না ইডি কর্তারা।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদ্রকে কিছুটা স্বস্তি দিয়ে অন্তর্বর্তী সুরক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি অরবিন্দ কুমার। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আইনজীবী নীতেশ রানা আদালতে জানান যে রবার্ট ভদ্রকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি তদন্তের কাজে সহযোগিতা করছেন না বলেও ইডির তরফে অভিযোগ করা হয়। সেই কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করার আর্জি জানানো হয়।
ইডির তোলা অভিযোগ অস্বীকার করেছেন ভদ্র। তদন্তকারী সংস্থা ডাকলেই তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্ট ভদ্রর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত। তার মেয়াদ এবার ফের বাড়ানো হল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।