প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ম্যাট রিভসের পরিচালনায় ওয়ার্নার ব্রাদার্সের আসন্ন ‘ব্যাটম্যান’ চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যটিনসনকে দেখা যেতে পারে। ডিসি কমিক্সের সুপারহিরো চলচ্চিত্রটির প্রি-প্রডাকশন অচিরেই শুরু হবে ২০১৯ সালের শেষে বা ২০২০-এর শুরুতে চলচ্চিত্রায়ন শুরু হবে বলে জানা গেছে। ‘জাস্টিস লিগ’ মুক্তি পাবার পর বেন অ্যাফ্লেক আর ‘ব্যাটম্যান’-এর চরিত্রে কাজ করবেন না বলে জানিয়ে দেয়ার পর বেশ কয়েকজন অভিনেতাকে এই ভূমিকায় বিবেচনা করা হচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রবার্ট প্যাটিনসন। অ্যাফ্লেক ওয়ার্নার ব্রাদার্স-ডিসি কমিক্সের ‘ব্যাটম্যান ভি সুপারম্যান : ডন অফ জাস্টিস’, ‘সুইসাইড স্কোয়াড’ এবং ‘জাস্টিস লিগ’ ফিল্মগুলোতে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেছেন। কথা ছিল তিনিই আগামী ‘ব্যাটম্যান’ পরিচালনা করবেন। তার প্রস্থানের পর পরিচালক হিসেবে রিভস এসেছেন। চুক্তি পাকা হলে প্যাটিনসনই হবে ব্যাটম্যানের ভূমিকায় সর্বকনিষ্ঠ অভিনেতা। প্যাটিনসনের কাস্টিংয়ের বিষয়ে ওয়ার্নার ব্রাদার্স আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।