Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবার্ট প্যাটিনসন অচিরেই সুকি ওয়াটারহাউসকে বিয়ে করছেন?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

অভিনেতা রবার্ট প্যাটিনসন কিছুদিনের মধ্যে কাজ থেকে সরে আসবেন, এমনই শোনা যাচ্ছে। আসন্ন ‘ব্যাটম্যান’ ফিল্মের তারকাটি দীর্ঘদিন ধরে অভিনেত্রী সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেম করছেন। এমনও হতে পারে এই অবসরে তিনি বিয়ে কাজটি সেরে ফেলতে পারেন। একটি পোর্টার জানিয়েছে তারা বাগদান করবেন তবে এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি। এই দুজনের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে : সুকি তার ওপর কোনও চাপ সৃষ্টি করছে না, তবে তারা পরস্পরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” গত কয়েকটি বছর ধরে তারা প্রেম করছে এবং তাদের বন্ধন এখন আরও গভীর। লকডাউনের কঠোরতা কমে যাবার পর বেশ কয়েকবার দুজনকে লন্ডনের বিভিন্ন স্পটে ডেটে দেখা গেছে। প্যাটিনসন কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায়ও দেখা গেছে। ‘ব্যাটম্যান’ ফিল্মের শুটিং চলাকালে প্যাটিনসনের করোনা ভাইরাস সনাক্ত হয়।তিনি সেরে ওঠার ২ সপ্তাহ পর আবার শুটিং শুরু হয়েছে। কথা ছিল ফিল্মটি ২০২১এ মুক্তি পাবে , বিলম্বিত হবার কারণে ২০২২-এ ফিল্মটির মুক্তি নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবার্ট-প্যাটিনসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ