প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা রবার্ট রডরিগেজ তার হাতে নির্মিত জনপ্রিয় ফ্যামিলি অ্যাডভেঞ্চার সিরিজ ‘স্পাই কিডস’পুনর্নির্মাণ করবেন। স্কাইড্যান্স মিডিয়া রিবুটের দায়িত্ব দিয়েছে ‘স্পাই কিডস’ ফ্র্যাঞ্চাইজের সত্ত্বাধিকারী স্পাইগ্লাস মিডিয়া গ্রুপকে। রডরিগেজ নিজেই নতুন চলচ্চিত্রটির কাহিনী লিখবেন এবং পরিচালনা করবেন। চলচ্চিত্রটির কাহিনী পুরনো সিরিজের মতই এক বহুজাতিক পরিবারের সদস্যদের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার নিয়ে। স্কাইড্যান্স পুরো প্রজেক্টটি দেখভাল করবে। প্রযোজনা সংস্থার গ্যারি বারবার এবং পিটার অয়েলাটাগেরে নির্বাহী প্রযোজনার দায়িত্ব পালন করবেন। আন্তোনিয়ো বান্দেরাস এবং কার্লা গুজিনোকে নিয়ে সিরিজের প্রথম পর্ব ‘স্পাই কিডস’ ২০০১ সালে মুক্তি পায়। অ্যালেক্সা ভেগা এবং ড্যারিল সাবাতা বান্দেরাস-গুজিনো রূপায়িত চরিত্রের ছেলে-মেয়ের ভূমিকায় অভিনয় করেন যারা দুই গুপ্তচর শিশুর ভূমিকায় অভিনয় করেন। সিরিজের পরের তিনটি ফিল্ম ‘স্পাই কিডস টু : দি আইল্যান্ড অফ লস্ট ড্রিমস’ (২০০২), ‘স্পাই কিডস থ্রি-ডি : গেইম ওভার’ (২০০৩) এবং ‘স্পাই কিডস : অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।