Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় দ্বীনি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বেসরকারি পর্যায়ে মাদরাসা ও হিফজ্খানাগুলো দ্বীনি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী করে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছে। দ্বীনি শিক্ষার মানোন্নয়নে বেসরকারি মাদরাসা ও হিফজ্খানার শিক্ষকরা নিরলস শ্রম দিচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বেসরকারি ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মর্যাদার দিকে এগিয়ে যাবে। গতকাল রোববার সকাল সাতটায় কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি জামে মসজিদের দোতলায় অনুষ্ঠিত কুমিল্লা অঞ্চলের বেসরকারি মাদরাসা ও হিফজ্খানার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত দ্বীনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লার বদরপুর দরবার শরীফের পীর আলহাজ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী বদরপুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, কুমিল্লায় বেসরকারি মাদরাসা ও হিফজ্খানার শিক্ষকদের অক্লান্ত শ্রমে এসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থার জায়গাটি দিন দিন সমৃদ্ধ হয়ে ওঠছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আহসানুল করীম আল আযহারি, মাওলানা হাফেজ আমীনুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা মোজাম্মেল, মাওলানা ফয়েজ উল্লাহ, এইচএম খলীল জাফরী, মাওলানা জাহিদ হাসান খান, ক্বারী আবু বকর, হাফেজ ফারুক, মাওলানা নূর মোহাম্মদ, হাফেজ মাওলানা গোলাম সরওয়ার, হাফেজ মাওলানা আবুল বাশার, হাফেজ আবুল আলম, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ইমাম হুসাইন, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মো. হুমায়ুন কবীর পাহাড়পুরী প্রমুখ। আলোচনা শেষে আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকীকে আহ্বায়ক, মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা মিজানুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মো. হুমায়ুন কবীর পাহাড়পুরীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহলুল কুরআন তাহফিজ ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ