Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জমিদাতার পরিবার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৯ পিএম

কুমিল্লার চান্দিনায় মডেল মসজিদের জন্য তিন কোটি টাকা মূল্যের জমি দান করেছিলেন ওই আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

কিন্তু ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য।

এ নিয়ে দলের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার (১৬ জানুয়ারি) মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, প্রশাসন, আওয়ামী লীগ-সহযোগী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর বাবা এ আসনের (চান্দিনা) পাঁচবারের এমপি ছিলেন। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর উদ্যোগ মডেল মসজিদ নির্মাণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি দান করে মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করে গেছেন। নান্দনিক এ মসজিদের সাথে তাঁর বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে কিংবা তাঁর পরিবারের কাউকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক সঙ্কীর্ণতা থেকে এমনটি করা হতে পারে বলে তিনি দাবি করেন।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ৫০টি আমন্ত্রণপত্র বিলির জন্য চান্দিনায় প্রেরণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন আমন্ত্রিতদের তালিকা করে বিলি করার কথা, কারণ আমাদের নিকট তালিকা নেই। জমিদাতার পরিবার আমন্ত্রণ পেয়েছে কি-না তা আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, ‘মডেল মসজিদ আওয়ামী লীগ সরকারের একটি দৃষ্টিনন্দন বড় প্রকল্প। চান্দিনায়ও মডেল মসজিদ উদ্বোধন হলো। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ দেওয়া হয়নি। বিষয়টি দুঃখজনক।’


তবে এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাহবুব রহমানকে বলেছিলাম আমন্ত্রণপত্র দিতে। তারা দেওয়ার কথা, হয়তো দিয়েছেন। তবে সাবেক ওই এমপির পরিবারের কেউ উপস্থিত ছিলেন কি-না তা দেখার সুযোগ হয়নি, আমি ব্যস্ত ছিলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ