Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মুলহোতাসহ ২৪ সদস্য গ্রেফতার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৩:১৭ পিএম

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ২৪জনকে গ্রেফতার করেছে।

সোমবার (৬ মার্চ) সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সারাদিন কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের ২৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ সময় দালাল চক্রের কাচ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ১টি মোবাইল সেট, ৭টি বিভিন্ন সীল, ১টি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া গ্রামের মোঃ শরীফ, মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার, মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব, নতুন চৌধুরী পাড়ার মোঃ দেলোয়ার হোসেন রোমান, ছোটরা গ্রামের মোঃ মাজহারুল ইসলাম,কুমিল্লা সদরের মোঃ শাফি, মোঃ তুহিন, কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম, মুড়াপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি।

এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম,
কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, পয়াত গ্রামের আব্দুল হান্নান বাবুল, হাছিবুল হাসান জিমি, শিকারপুর তানজিদ হাসান, কুমিল্লার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধারা গ্রামের মুজিবুর রহমান ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ