Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো এসডি রুবেলের বৈশাখী মিউজিক ভিডিও

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ সঙ্গীত জীবনে পহেলা বৈশাখ নিয়ে তিনটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী এসডি রুবেল। গান তিনটি হচ্ছে ‘রঙ্গে রঙ্গে রঙ্গিন বৈশাখ’, ‘লাল পার শাড়ির আঁচল’ এবং ‘কাঁচা মরিচ কাঁচা পেয়াজ’। কিন্তু বৈশাখের কোনো গান নিয়েই এসডি রুবেল মিউজিক ভিডিও নির্মাণ করেননি। এবারই প্রথম বৈশাখী গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। নিজের লেখা, নিজের সুরে করা বৈশাখী গান ‘এলো এলো বৈশাখ, এলো নতুন দিন, পুরোনো হলো মলিন’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এসডি রুবেল নিজেই। গত ১০ এপ্রিল বিএফডিসিতে সেট ফেলে মিউজিক ভিডিওটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নিজের নতুন মিউজিক ভিডিও নিয়ে এসডি রুবেল বলেন, ‘গানটির কথা, সুর শ্রোতাদের ভালো লাগবে। সেইসাথে নাচে গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি বৈশাখে সবার মাঝে অন্যরকম দ্যোতনার সৃষ্টি করবে। খুব যত্ন নিয়ে আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। আশাকরি সবার খুব ভালো লাগবে এটি।’ ইউটিউবেও গানটি পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এর আগের বৈশাখ নিয়ে গান তিনটি লিখেছিলেন কবির বকুল, মজিবুর রহমান পলাশ ও আনিসুর রহমান মিকাই। এখন পর্যন্ত বাজারে এসডি রুবেলের ৩৭টি একক অ্যালবাম রয়েছে। প্রথম অ্যালবাম ছিল বেতার জগত থেকে প্রকাশিত ‘অশ্রু’। সর্বশেষ অ্যালবাম হচ্ছে ফেয়ার টিউনস থেকে প্রকাশিত ‘অচেনা শহর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ