Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় জঙ্গি সন্দেহে তিনজনকে আটক

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকায় এক মুক্তিযোদ্ধার বাড়ি থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাশিল গ্রামের মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে আটককৃতদের ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাশিল গ্রামের মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বাড়ি থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মা গ্রামের মো: রুহুল আমীনের ছেলে আবু দারদা (১৭), একই উপজেলার শীপ পাড়া গ্রামের সোলাইমানের ছেলে আবু হুরাইরা (১৯) ও ফুলপুর উপজেলার বাইনজান গ্রামের মো: নুরুল হকের ছেলে সোবহানকে (২০) আটক করে।
স্থানীয় বাসিন্দা সুবেদ আলী সেখ, হাফিজ উদ্দিন, সখিনা খাতুন ও রুমেনাসহ অনেকেই জানান, দেড়-দুই মাস ধরে দুই মহিলা, চারটি শিশু, একজন বৃদ্ধ লোকসহ আটককৃতরা ওই বাসায় অবস্থান করছিল। বাড়ির মালিক পারভেজ খোকন জানান, দীনের রাস্তায় জীবনটা ব্যয় করার জন্য তারা বের হয়েছেন। তারা তালিম করেন, এই জন্য আমি তাদেরকে আমার বাড়িতে থাকতে দিয়েছি।
ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মফিজুর রহমান জানান, মুক্তিযোদ্ধা পারভেজ খোকন আলোচিত ভালুকার জীবনতলা জেএমবির প্রশিক্ষণ ঘাটিতে খাদ্য সরবরাহ করতো। একজন মুক্তিযোদ্ধা জঙ্গীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছে তা মেনে নেয়া যায়না। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, উপজেলার বাশিল গ্রামের পারভেজ খোকনের বাড়ি থেকে জঙ্গী সন্দেহে তিনজনকে আটক করার পর তাদেরকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালুকায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ