Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বাণিজ্য হয়েছে দাবি করে বিভিন্ন ইউনিয়নের মনোনয়নবঞ্চিত প্রার্থী ও কর্মী-সমর্থকরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী নিজামউদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে মনোনয়নবঞ্ছিত প্রার্থীদের মাঝে ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও আ.লীগ নেতা মো. জসিমউদ্দিন, ২নং মেদুয়ারী ইউনিয়নের আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. লোকমান হেকিম, ৬নং ভালুকা ইউনিয়নের আফজাল হোসেন ম-ল, মো. মোশারফ হোসেন ঢালী ও মোহন মিয়া উপস্থিত ছিলেন। আফজাল হোসেন ম-ল বলেন, দুই কোটি টাকার বিনিময়ে ৬নং ইউনিয়নে একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা এসব ১১টি ইউনিয়নেই মনোনয়ন বাতিল করে তৃণমূলের ভোটে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালুকায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ