Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় বন্ধুক যুদ্ধে নিহত ১

ভালুকা(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৩:৪২ পিএম | আপডেট : ৫:২৯ পিএম, ৪ জুলাই, ২০১৮

 
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন(৩৮) নামে এক জন নিহত হয়েছে।
সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে রউফ মিয়ার বাড়ীর পশ্চিম পাশে কয়েক জন মাদক ব্যবসায়ী মঙ্গলবার দিবাগত রাতে মাদক ভাগাভাগি করতেছিল। এই সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের নেতৃত্বে যৌথভাবে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষন করে। আতœরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশী করে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মাদক সম্রাট জালাল কে গুলিবৃদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসক জালাল কে মৃত ঘোষনা করেন।ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা ও ৫টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০পিচ ইয়াবা,চারটি গুলির খোসা, একটি রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালুকায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ