Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালুকায় বিকালে গ্রেপ্তার, রাতে বন্দুকযুদ্ধে নিহত

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৮, ১১:০৩ এএম | আপডেট : ৪:৩৪ পিএম, ২২ নভেম্বর, ২০১৮
বিকালে গ্রেপ্তারের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে মোবারক নামের একজন। বুধবার গভীর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন (৩৮) নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার বিকালে ভালুকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং হেরোইনসহ মোবারককে গ্রেপ্তার করেন তারা। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রাতে নয়নপুর এলাকায় অভিযানে যায় পুলিশ।
ওসি বলেন, এ সময় মোবারককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে তার সহযোগীরা। তারা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মোবারক গুলিবিদ্ধ হয়।
 
আহত মোবারককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। 


 

Show all comments
  • জাহিদ ২২ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ এএম says : 0
    কি আর বলবো ?
    Total Reply(0) Reply
  • হাসিব ২২ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ এএম says : 0
    বিচার চাই একমাত্র আল্লাহর কাছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালুকায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ