Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ এপ্রিল কাগতিয়া দরবারে সালানা ওরস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আগামী ২৪ এপ্রিল সোমবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিতব্য ৬৪তম মিরাজুন্নবী (দ:) মাহফিল ও সালানা ওরস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা গত শুক্রবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হযরতুলহাজ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে দরবার শরীফের জান্নাতুল মাওয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ কায়েস চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ মুহাম্মদ শহিদুল করিম চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক অলি আহাদ, ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মুহাম্মদ আব্দুল মোমেন, আলহাজ মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ মুহাম্মদ হাসান, আলহাজ মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ সেলিম প্রমুখ। সভায় বক্তারা স্ব-স্ব পরিষদের চূড়ান্ত প্রস্তুতির প্রতিবেদন পেশ করেন। প্রধান অতিথি প্রতিটি শাখাকে কেন্দ্রীয় নির্দেশাবলি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানান। পরিশেষে মিরাজুন্নবী (দ:) মাহফিল ও সালানা ওরসে যোগদান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ